নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক গোলাম নবী গতকাল বুধবার সন্ধ্যায় এ নোটিশ দেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে পা দিয়ে মাড়ানোর অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য দুজন হলেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট কাজী আশরাফুল আজম ও সমর্থক কামাল হোসেন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আবদুল হাই।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ১ জানুয়ারি সন্ধ্যায় শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে কামাল হোসেনের বাড়ির সামনে নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়েন এবং পা দিয়ে মাড়ান অভিযুক্ত ব্যক্তিরা। এ বিষয়ে সাক্ষীরাও সাক্ষ্য দিয়েছেন। এটা আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে আগামীকাল শুক্রবার বেলা ১১টার দিকে অনুসন্ধান কমিটির কার্যালয়ে এসে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ট্রাক প্রতীকের সমর্থক কামাল হোসেনের বিরুদ্ধে আরও একটি নোটিশ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ্য করা হয়েছে, গত ১ জানুয়ারি বিকেলে শৈলকুপা উপজেলার বি কে বি বাজারে ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্পে দুই শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন কামাল। এটা আচরণবিধির লঙ্ঘন। এ ঘটনায় তাঁকেও একই দিনে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।