নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তের ওপারে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা।
এ পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আগামীকাল শুক্রবার বিকেলে বস্তাবর সীমান্তচৌকি–সংলগ্ন সীমান্তের শূন্যরেখায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফের সদস্য ও কিছু নির্মাণশ্রমিকের কার্যক্রম চোখে পড়ে। ওই এলাকায় তাঁরা গাছপালা কাটছিলেন এবং এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। জানতে পেরে বিজিবি সদস্যরা তাঁদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা।
কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ওই এলাকায় তাদের (বিএসএফ) কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি। টহল জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।