ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ মঙ্গলবার সকালে
ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ মঙ্গলবার সকালে

দেশে ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ দেশ আমাদের সবার। এ দেশকে আমরা সবাই ভালোবাসি। আজ আমরা ক্ষমতায় আছি; বিগত দিনে আরেক দল ছিল। ভবিষ্যতে আরেক দল আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে। রাতে কোনো ভোট হবে না।’

ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে আজ মঙ্গলবার সকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৯৭০টির বেশি মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘হজ প্যাকেজের টাকা কমানো হয়েছে। আমরা আগামী সপ্তাহে হজ মন্ত্রীর দাওয়াতে সৌদি আরব গিয়ে চুক্তি করব। পাশাপাশি আমরা জাকাত বোর্ড গঠন করেছি। এ বছর ১২ কোটি টাকা এবং আগামী বছর ২৫ কোটি টাকা গরিব মানুষের মধ্যে বণ্টন করব। এ ছাড়া ইমাম–মুয়াজ্জিনদের জন্য পে–স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেন, ‘আগামী নির্বাচনে কোনো কলাগাছকে প্রার্থী করলেই জনগণ ভোট দেবে না। প্রার্থীকে সৎ, যোগ্য, নির্ভীক, দক্ষ ও ধার্মিক হতে হবে। জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এবার আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।’

জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শহিদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু ও বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।