রাউজানে টানা পাঁচবার সংসদ সদস্য হলেন ফজলে করিম চৌধুরী

সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর এ বি এম ফজলে করিম চৌধুরীকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান তাঁর কর্মী–সমর্থকেরা। গতকাল রোববার চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে টানা পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট। অর্থাৎ ফজলে করিম চৌধুরী ২ লাখ ১৮ হাজার ৪১৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

গতকাল রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এরপর এ বি এম ফজলে করিম চৌধুরী তাঁর সমর্থকদের নিয়ে সমাবেশ করেন উপজেলা সদরের মুন্সিরঘাটা এলাকায়। এ সময় তিনি বলেন, ‘এ বিজয় পুরো রাউজানবাসীর। এ বিজয় শেখ হাসিনার। এ বিজয় বঙ্গবন্ধুর নৌকার ও সোনার বাংলার। ভবিষ্যতে রাউজানবাসীর ভাগ্যোন্নয়নে দ্বিগুণ গতিতে কাজ করব।’

এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মনোনীত শফিক উল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৫৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী স ম জাফর উল্লাহ চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৩৭ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী ইয়াহিয়া জিয়া চৌধুরী সোনালী আঁশ প্রতীকে থেকে পেয়েছেন ১ হাজার ১৪৯ ভোট।

রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৫টি ভোটকেন্দ্রে মোট ৩ লাখ ১৬ হাজার ৯২০ জন ভোটার ছিলেন। এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ ভোট দিয়েছেন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ বি এম ফজলে করিম চৌধুরী ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাবা এ কে এম ফজলুল কবির চৌধুরী তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা ছিলেন।