পটুয়াখালীর কলাপড়া উপজেলার কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরের অগভীর এলাকায় খুটা জালে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। আজ রোববার সকালে ইদ্রিস আলী নামের এক জেলে মাছটি শিকার করেন। পরে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
ইদ্রিস আলী বলেন, মাছটি আজ দুপুরে কুয়াকাটা পৌর শহরের মেয়র বাজারের সামির মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে নিলামে ১২ হাজার টাকায় বিক্রি করেন। বশির গাজী নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নিয়েছেন। বশির গাজী তাৎক্ষণিক মাছটি এক হাজার টাকা বেশি দামে আবার বিক্রি করে দেন।
গাজী ফিশের মালিক বশির গাজী বলেন, ‘এত বড় মাছ এই বাজারে খুব কমই দেখা যায়। তাই নিলাম ডাকে অংশ নিয়ে মাছটি কিনে এক হাজার টাকা লাভে আবার বিক্রি করেছি।’
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, কুয়াকাটা–সংলগ্ন বঙ্গোপসাগর থেকে পাওয়া আড়াই কেজি ওজনের ইলিশটির বয়স দুই বছর বা এর অধিক। প্রতিবছর ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ৬৫ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে অসংখ্য ইলিশ রক্ষা পাচ্ছে। এ জন্য দুই বছর বা এর অধিক বয়সের ইলিশের সংখ্যা সাগরে বেড়েছে। আর বয়সের সঙ্গে সঙ্গে ইলিশের আকার–আয়তন বেড়েছে। বহুবর্ষজীবী ইলিশ বেড়ে গেলে প্রজননপ্রক্রিয়া উন্নত হবে। তখন আরও ইলিশ আসবে সাগর এলাকায়।