বিবিয়ানা গ্যাসক্ষেত্র

কম্পনের ঘটনায় তদন্ত প্রতিবেদনের অপেক্ষা, ক্ষতিগ্রস্ত লোকজনের ক্ষোভ

বাবার কোলে শিশু মিনহাজ। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক গ্রামে তাঁদের বাড়িতে
ছবি: প্রথম আলো

রাতে ও সকালে বসতঘর কেঁপে ওঠার ঘটনায় প্রচণ্ড মানসিক আতঙ্ক (ট্রমা) বাসা বেঁধেছে শিশু মিনহাজের (১০) মনে। সে ঘরে ঢুকতে চায় না। মা-বাবা শিশুটিকে নিয়ে ঘরে ঢুকলেই চিৎকার করে ওঠে। শুধু এ শিশুর মনে যে এ আতঙ্ক তা নয়। গ্রামের ছোট-বড় সবার মধ্যে এখনো ভূমিকম্পের মতো বসতঘর কেঁপে ওঠার ভীতি রয়ে গেছে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রের নর্থ প্যাড এলাকার আশপাশের ভূমি গত শনিবার রাতে ও রোববার সকালে কেঁপে ওঠে। উপজেলার দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের ৭৬টি গ্রামের প্রায় ৯০ শতাংশ বসতবাড়িতে এ কম্পনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় পেট্রোবাংলার গঠন করে দেওয়া তদন্ত কমিটি আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা সময় বাড়িয়ে নিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক, ইনাতগঞ্জ, কুর্শিসহ তিনটি ইউনিয়নে দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র বিবিয়ানা অবস্থিত। এ গ্যাসক্ষেত্রের নর্থ প্যাড অবস্থিত দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামে। নর্থ প্যাড এলাকায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের ২৬টি কূপ রয়েছে। সম্প্রতি আরও দুটি কূপের খননকাজ শুরু করে বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশ। এ কূপ খননকালে এ কম্পনের সৃষ্টি হয়।

নর্থ প্যাড এলাকার পশ্চিমে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক, জামারগাঁও, রাধাপুর, রামেরগাঁও, মধুরা, সাদুল্লাহসহ ৪২টি গ্রাম আছে। গ্রামগুলোয় লক্ষাধিক লোকের বসবাস। শনিবার রাত ১০টার দিকে হঠাৎ করে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে পুরো এলাকা। কিছুক্ষণ পরপর ভূমি কাঁপছিল। কাঁপুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ছোটাছুটি করে আহত হন অনেকে। ওই সময় শতাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। এলাকাবাসী রাতেই গ্যাসক্ষেত্রের সামনে এসে জড়ো হয়ে প্রতিবাদ করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের আশপাশের বসতবাড়িতে ফাটল দেখা দিয়েছে। গত রোববার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক গ্রামে

এ ঘটনায় গত রোববার সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন) মো. সালাহ উদ্দিনকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পেট্রোবাংলা। কমিটির তিন দিনের মধ্যে, অর্থাৎ আজ প্রতিবেদন দেওয়ার কথা ছিল।

আজ দীঘলবাক এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামের অধিকাংশ বাড়িঘরের কোনো না কোনো অংশে ফাটল দেখা দিয়েছে। দীঘলবাক উচ্চবিদ্যালয় ও গ্রামের মসজিদসহ সব কটি স্থাপনাতে এ ফাটলের চিহ্ন রয়েছে। এ নিয়ে কথা হয় গ্রামের ১০–১২ জন অধিবাসীর সঙ্গে। সবার অভিযোগ, শেভরন কূপের খননকাজ চালানো অবস্থায় এ কম্পনের সৃষ্টি হয়। তাঁদের ধারণা, প্রতিষ্ঠানটি ভুল পদ্ধতিকে খনন করায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গ্রামের কৃষক মামুন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘সেই দিন যেভাবে কাঁপুনি দিয়েছে, তাতে আমরা ধরে নিয়েছিলাম, আজই মনে হয় আমাদের দিন শেষ। এখনো সেই ভয়ংকর দিনের কথা ভুলতে পারছি না।’ তিনি জানান, তাঁর ১০ বছর বয়সের ছেলে মিনহাজ মাসকুলার ডিসট্রফি রোগী। তার ক্রমাগত মাংসপেশির ক্ষয় হাত-পা দুর্বল হয়ে পড়ছে। তার বিছানায় বিশ্রামে থাকতে হয়। অথচ কয়েক দফায় বসতঘর কেঁপে ওঠায় তাকে এখন ঘরে রাখা যায় না। ঘরে নিয়ে গেলে চিৎকার করে ওঠে। সারা দিন বাড়ির সামনে চেয়ারে বসিয়ে রাখতে হয়। এভাবে বাইরে রেখে ঘুমিয়ে পড়লে তখন ঘরে রাখেন। ঘুম ভাঙলে নিজেকে ঘরে দেখলে আবার চিৎকার করে ওঠে। ছেলে সেদিনের ঘটনা ভুলতে পারছে না বলে জানান এ অভিভাবক।

গ্রামের মসজিদের দেয়ালে ফাটল দেখাচ্ছেন গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক গ্রামে

দীঘলবাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালিক মিয়া বলেন, তাঁর এ ইউনিয়নে ৪২টি গ্রাম রয়েছে। অধিকাংশ মানুষ এ কম্পনে ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, ‘এটা কখনো ন্যাচারাল ভূমিকম্প নয়। শেভরন তাঁদের খননকাজে কোনো না কোনো ভুল করেছে। সেই ভুলের খেসারত দিতে হচ্ছে গ্রামবাসীকে। মানুষ রাস্তায় আন্দোলনে নামত, আমরা লোকজনকে সামাল দিয়ে রাখছি।’

ইনাতগঞ্জ ইউপির চেয়ারম্যান নোমান হোসেন বলেন, মানুষ এখন অপেক্ষা করছে তদন্ত প্রতিবেদনের জন্য। নইলে এ নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আন্দোলন শুরু করতেন।

এর আগে শেভরন বাংলাদেশের মুখপাত্র ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেছিলেন, ‘বিবিয়ানাতে যে কম্পন হচ্ছে, তা ন্যাচারাল ভূমিকম্প। এর সঙ্গে আমাদের গ্যাসক্ষেত্রের ড্রিলিংয়ের কোনো সম্পর্ক নেই। ন্যাচারাল ভূমিকম্প অনেক সময় এক অঞ্চল নিয়ে ছোটখাটোভাবে হয়ে থাকে। সেটাই এখানে অনুভূত হচ্ছে। কারণ, দুই সপ্তাহ ধরে আমরা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে কোনো ড্রিলিং করছি না।’

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র

তদন্ত কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা দুই দিন তদন্তকাজ করেছেন। প্রথম দিন ফিল্ডের ভেতরে পর্যবেক্ষণ করেছেন। পরের দিন যাঁদের বসতঘরে ফাটল দেখা দিয়েছে, সে স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘বিষয়গুলো খুবই টেকনিক্যাল। আরও সময় নিয়ে পর্যবেক্ষণ করতে হবে। শেভরন ন্যাচারাল ভূমিকম্পের যে দাবি করেছে, তা যাচাই-বাছাই করতে আমরা ভূমিকম্পের রেকর্ড সংগ্রহ করব। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতা নিতে হবে।’ প্রতিবেদন দিতে আরও দুই দিন লাগতে পারে বলে এ কর্মকর্তা জানান।