চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খেয়াঘাট ও মতলব সেতুর টোল প্লাজা এলাকায় যাত্রী ও অটোরিকশার চালকদের কাছ থেকে সাময়িকভাবে টোল আদায় বন্ধ করে দিয়েছেন স্থানীয় শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে ওই খেয়াঘাট ও টোল প্লাজা এলাকায় গিয়ে টোল আদায় বন্ধ করেন তাঁরা।
স্থানীয় সূত্র জানায়, খেয়াঘাট এলাকায় নদী পারাপারে প্রত্যেক যাত্রীর কাছ থেকে দীর্ঘদিন ধরে ৫ টাকা করে এবং টোল প্লাজা এলাকায় প্রতি অটোরিকশা থেকে ১০ টাকা করে নিয়ে আসছিলেন টোল আদায়কারীরা। আজ বেলা একটায় উপজেলার মতলব সরকারি কলেজ, মতলব জেবি মডেল সরকারি উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী খেয়াঘাট ও টোল প্লাজা এলাকায় যান এবং সাময়িকভাবে টোল আদায় বন্ধ করেন।
শিক্ষার্থীদের পক্ষে ফয়সাল আহম্মেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এসব এলাকায় যাত্রী ও চালকদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় হচ্ছে বলে জেনেছেন তাঁরা। আদায়কারীরা ইচ্ছেমতো টোল আদায় করছেন। এতে হয়রানির শিকার ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রী ও চালকেরা। এসব কারণে সেখানে সাময়িকভাবে টোল আদায় বন্ধ করেন। বিষয়টি নজরদারিতেও রাখছেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখবেন।