জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুল করিম স্বেচ্ছায় চাকরি ছাড়ার পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। ৮ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) এ বি এম আজিজুর রহমান বরাবর ই-মেইলের মাধ্যমে আবেদনপত্রটি পাঠিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে গত ২৫ জুলাই চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন জাহিদুল করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন।
অব্যাহতিপত্র প্রত্যাহারের আবেদনপত্রে জাহিদুল করিম বলছেন, ‘আমি জানতে পেরেছি, আমার প্রেরিত স্বেচ্ছায় অব্যাহতিপত্রটি বিশ্ববিদ্যালয় প্রশাসন পেয়েছিল। কিন্তু আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়নি। বর্তমানে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং আমাদের প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে চাই। বিধায় আমার স্বেচ্ছায় প্রেরিত অব্যাহতিপত্রটি প্রত্যাহার করছি।’
এ বিষয়ে আজ মঙ্গলবার রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) এ বি এম আজিজুর রহমান বলেন, ‘৮ আগস্ট ই-মেইলের মাধ্যমে উনি (জাহিদুল করিম) পদত্যাগপত্রের প্রত্যাহার চেয়ে একটি আবেদন করেছেন। আমরা সেটি উপাচার্য কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।’
জাহিদুল করিম মুঠোফোনে বলেন, ‘একটি অন্যায়ের প্রতিবাদ জানিয়ে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। সারা দেশে আমিই প্রথম শিক্ষক যে এই অন্যায়ের প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেছিলাম। এতে অনেক শিক্ষক অনুপ্রাণিত হয়েছিলেন, অনেক শিক্ষার্থীও অনুপ্রাণিত হয়েছিলেন। তবে এখন যেহেতু দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আর বিভিন্ন শিক্ষক এবং আমার বিভাগের শিক্ষার্থীরা আমাকে প্রতিনিয়ত অনুরোধ জানাচ্ছেন, তাঁরা আমার মতো প্রতিবাদী শিক্ষক বিভাগে ফিরে পেতে চান। সবদিক বিবেচনা করে অব্যাহতিপত্রটি প্রত্যাহারের আবেদন জানিয়েছি।’