গাজীপুরের দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কাটা পড়েছেন কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে এবং অন্যজন মহানগরীর কোনাবাড়ী খোলাপাড়া এলাকায়। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত একজনের নাম রাব্বানী (২৫)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার মুকুটপাড়া গ্রামের বাসিন্দা হাকিমের ছেলে। রাব্বানী স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অন্যদিকে কোনাবাড়ী খোলাপাড়া এলাকায় নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, আজ শনিবার বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট–সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাব্বানী। তাঁর কানে হেডফোন লাগানো ছিল। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। অন্যদিকে সকাল সাতটার দিকে মহানগরীর কোনাবাড়ী খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্নভিন্ন লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা কোনাবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে লাশ পাওয়া গেছে এ জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধারের প্রক্রিয়া চলমান।