টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) আরোহী দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে একটার দিকে মধুপুর-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রোশনি আক্তার (১৩) ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার (১৩)। তারা দুজন ভাইঘাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ছাড়া নিহত অন্য দুজন হলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক উপজেলার নরিল্ল্যা গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫) এবং পার্শ্ববর্তী গোপালপুরের হাদিরা গ্রামের জালাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫২)।
ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে ঢাকাগামী এসটি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। অটোরিকশাটি তার সামনে থাকা অপর একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। এ ছাড়া আহত অবস্থায় আরও অন্তত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।