বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিনা মূল্যে চক্ষুশিবির, স্মৃতিচারণামূলক সভা ও পুস্তিকার মোড়ক উন্মোচন।
শনিবার বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাটে কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালে দিনব্যাপী এসব আয়োজন চলে।
কমরেড মোহাম্মদ ফরহাদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৮৭ সালের ৯ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) রাজধানী মস্কোতে মারা যান।
স্থানীয় একাধিক সূত্র জানায়, কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালে সকাল থেকে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবিরের কার্যক্রম চলে। এতে সহযোগিতা করে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল। এতে দুজন চিকিৎসক প্রায় ৪০০ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। এর মধ্যে ৬৫ জনকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। তাঁদের প্রত্যেককে বিনা মূল্যে অস্ত্রোপচারসহ চিকিৎসাসেবা দেওয়া হবে।
এদিকে বিকেলে ‘মোহাম্মদ ফরহাদ, ক্ষণজন্মা এক বিপ্লবীর অসামান্য জীবন’ শীর্ষক একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এর মোড়ক উন্মোচন করেন।
এ সময় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালের সভাপতি ও মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা ফরহাদের সভাপতিত্বে স্মৃতিচারণামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী ও চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের সব মুক্তিসংগ্রামে শহীদ এবং সম্প্রতি নৌকাডুবিতে প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে কমরেড মোহাম্মদ ফরহাদের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আনজুমান আখতার।