চট্টগ্রামে জামানতবিহীন ঋণ নিয়ে ১৭৫ কোটি টাকা খেলাপের অভিযোগে তিন ব্যবসায়ীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ রোববার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
এই ব্যবসায়ীরা হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের গ্রান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন ও তাঁর স্ত্রী পরিচালক সাদিকা আফরিন এবং আশিকুর রহমান।
প্রচলিত ব্যাংকিং নিয়ম-কানুন লংঘন করে বিপুল অঙ্কের এ ঋণ বিতরণ করা হয়েছে। বিতরণ করা ঋণ আদায়ে যথেষ্ট অনীহা রয়েছে। বিপুল পরিমাণ ঋণের কোনো টাকাই আদায় না হওয়ায় আমানতকারীদের অর্থ নিরাপদ কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। ঋণের এ টাকা বিদেশে পাচার হয়েছে কিনা, এক্ষেত্রে ব্যাংকের কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা উচিত।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ২০১৮ সালে ন্যাশনাল ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে এ তিন ব্যবসায়ী তাঁদের প্রতিষ্ঠানের জন্য ঋণ নেন। জামানতবিহীন এ ঋণ তাঁরা পরিশোধ করেনি। তাঁরা দেশত্যাগ করতে পারেন, এ জন্য আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার (অভিবাসন) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, আদেশে বিচারক উল্লেখ করেছেন, প্রচলিত ব্যাংকিং নিয়ম–কানুন লংঘন করে বিপুল অঙ্কের এ ঋণ বিতরণ করা হয়েছে। বিতরণ করা ঋণ আদায়ে যথেষ্ট অনীহা রয়েছে। বিপুল পরিমাণ ঋণের কোনো টাকাই আদায় না হওয়ায় আমানতকারীদের অর্থ নিরাপদ কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। ঋণের এ টাকা বিদেশে পাচার হয়েছে কিনা, এক্ষেত্রে ব্যাংকের কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা উচিত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ইউনিটের ভূমিকা রয়েছে।