বাসচাপায় নির্বাচন কর্মকর্তার স্ত্রীসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী উপ‌জেলা নির্বাচন কর্মকর্তার স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাসের রাবনা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কি‌শোরগঞ্জের পাকু‌ন্দিয়া উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হো‌সেনের স্ত্রী নুসরাত জাহান হিমু (৩০) ও গোপালপুর উপ‌জেলার চরচ‌তিলা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম (৫৫)। নিহত নুসরাতের স্বামী সাখাওয়াৎ হো‌সেনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপ‌জেলার হ‌রিপুর গ্রা‌মে। নিহত সাইফুল গোপালপুর উপজেলার উত্তর বিলডোবা গ্রামের মৃত নঈম আলী মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, নুসরাত তাঁর শাশুড়ি ফ‌রিদা বেগমকে চি‌কিৎসক দেখানোর জন‌্য ঘাটাইল থে‌কে অটোরিকশায় করে টাঙ্গাইল শহরে যাচ্ছিলেন। আর শিক্ষক সাইফুল ইসলামও চিকিৎসক দেখাতে টাঙ্গাইল যাচ্ছিলেন। তাঁদের বহন করা অটোরিকশাটি টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইফু‌লের মৃত্যু হয়। আহত অবস্থায় নুসরাত ও তাঁর শাশু‌ড়ি ফ‌রিদা ও ফরিদার বোনের স্বামী পথিককে উদ্ধার করে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার পথে নুসরাত মারা যান।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসের চাপায় দুর্ঘটনাটি ঘটে। বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।