খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩২ দালাল আটক

আটক
প্রতীকী ছবি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৩২ জন দালালকে আটক করেছে র‍্যাব-৬–এর একটি দল। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।

দালাল চক্রটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের ভুল তথ্য দিয়ে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যেতেন। এর বিনিময়ে তাঁরা বেসরকারি হাসপাতালগুলো থেকে আর্থিক সুবিধা নিতেন। আটক ৩২ জনের মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৪ জনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

র‍্যাব-৬–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমদ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদা। নাগরিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার ধরন যখন পাল্টে যাচ্ছে, তখন দালালচক্র রোগীদের ভুল বুঝিয়ে অন্য হাসপাতলে নিয়ে যাচ্ছে। এতে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন তথ্য–উপাত্তের ভিত্তিতে ৩২ জনকে আটক করে শাস্তির আওতায় আনা হয়েছে। নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিতের ক্ষেত্রে যিনি বাধা দেবেন, তাঁকেই আইনের আওতায় আনা হবে। সামনে অভিযান আরও জোরদার করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দালালদের গতিবিধি লক্ষ করা হচ্ছিল। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৪ জনকে জরিমানা করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, হাসপাতালের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালানো হয়। তবে অভিযানগুলো তেমন কার্যকর হয় না। কারণ, অভিযানের খবর পেয়ে অনেকেই পালিয়ে যান। র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করায় দালালদের আটক করতে সক্ষম হয়েছে।