খুলনায় আওয়ামী লীগের দুই প্রার্থীর আছে ‘ডামি প্রার্থী’

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা মহানগরসহ জেলার ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৩ জন। এর মধ্যে ১৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একটি আসনে দুই ভাই এবং অপর একটি আসনে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরই ব্যক্তিগত সহকারী মো. সাঈদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন করার জন্যই মনোনয়নপত্র জমা দিয়েছি। এখন দেখা যাক কী হয়।’
খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। এর মধ্যে নৌকার প্রার্থী হয়েছেন পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রশীদুজ্জামান। পাইকগাছায় তিনি পরিচিত মুখ হলেও কয়রা উপজেলায় একেবারেই অপরিচিত। এ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর ছোট ভাই মো. অহিদুজ্জামান মোড়ল।

এ বিষয়ে কথা বলার জন্য মো. রশীদুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি। তবে তাঁর ভাই মো. অহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, দল থেকে নির্দেশনা রয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে একজন করে ‘ডামি প্রার্থী’ দাঁড় করিয়ে দেওয়ার জন্য। সেই নির্দেশনা অনুযায়ী, ভাইয়ের বিকল্প প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থেকে তিনি নির্বাচন করতে চান।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্য, দল থেকে প্রার্থী চূড়ান্ত করার পর প্রতিটি আসনে ‘ডামি প্রার্থী’ রাখতে বলা হয়েছে। এ কারণে ভাই ও ব্যক্তিগত সহকারীকে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ডামি প্রার্থী’ করা হয়েছে। ওই ডামি প্রার্থীরা শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন।