খুলনা শহরের গিলাতলা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি পিকআপের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে নগরের গিলাতলা আফিলগেট এলাকায় রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আফজাল হোসেন (৬০)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাথরকাটা এলাকার মুনসুর আলীর ছেলে। দুর্ঘটনায় পিকআপের চালক নুর শেখ (৪০) আহত হয়েছেন। নূর ও আফজাল আপন ভাই।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ প্রথম আলোকে বলেন, চিলাহাটি থেকে ছেড়ে রকেট মেইল ট্রেনটি খুলনার দিকে আসছিল। ভোর সোয়া চারটার দিকে পিকআপটি বাইপাস সড়কের ট্রেনলাইনের ওপর ছিল। খুলনাগামী ট্রেনটি ওই পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটিকে ট্রেন অন্তত ৩০০ গজ দূরে টেনে নিয়ে যায়। চালক ও সহকারী পিকআপের মধ্যেই ছিলেন। ঘটনাস্থলেই চালকের সহকারী আফজাল হোসেন মারা যান। চালক নূর শেখকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ওসি বলেন, ওই রেলগেটে তিনজন বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। তবে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে কোনো গেটম্যান ছিল না। থাকলেও তিনি পালিয়েছেন কি না, এখনো বোঝা যাচ্ছে না।