কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট থেকে ছেলে মাসুদ রানাকে (৯) নিয়ে সাইকেলে করে উপজেলা সদরে আসছিলেন বাবা একরামুল হক (৪০)।
পথে উপজেলার চাঁদের বাজারে পৌঁছালে পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলির চাকা হঠাৎ ফেটে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা–ছেলে দুজনই নিহত হন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত একরামুল হক ও তাঁর ছেলে মাসুদ রানা উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।
ট্রলিটি জব্দ ও এর চালক মিলন বাবুকে আটক করেছে পুলিশ। তিনি নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার মোকছেদুল হকের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রলিটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। নিহত বাবা–ছেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একরামুল হকের আরেক ছেলে মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে আমার ছোট ভাইকে সাইকেলের পেছনে নিয়ে ঈদের জামাকাপড় কিনতে ফুলবাড়ীতে যাচ্ছিলেন বাবা। পথে একটি ট্রলির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আমার ভাইয়ের মৃত্যু হয়। আমার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সোয়া তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।’