বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

হবিগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ছেলেও

বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এক বৃদ্ধা। তাঁর চিৎকার শুনে মাকে বাঁচাতে এগিয়ে আসেন ছেলে। তিনিও মায়ের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে একই সঙ্গে মা-ছেলের মৃত্যু ঘটে। আজ সোমবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন ওই গ্রামের বৃদ্ধা অনিমা চন্দ্র দেব (৭০) ও তাঁর ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৪)। নবীগঞ্জ থানা–পুলিশ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গয়াহরি গ্রামের দুর্গাচরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব আজ বেলা একটার দিকে বাড়ির বাথরুমে গোসল করতে যান। এ সময় বাথরুমের ভেতরে ঝুলে থাকা বিদ্যুতের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করেন। এ সময় তাঁর পাশে রুমে অবস্থান করা ছেলে মায়ের চিৎকার শুনে বাথরুমে প্রবেশ করে দেখতে পান তাঁর মা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েছেন। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এভাবে মা-ছেলে তাৎক্ষণিক মারা যান।

নিপেশ পেশায় গাড়িচালক ছিলেন। তিনি তিন সন্তানের জনক। এ দুর্ঘটনার পরপর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘আমরা নিহতদের পরিবারের কাছ থেকে এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ মৃতদের সুরতহাল করেছে। তবে নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।’