সিলেটে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত আটটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটি স্থানীয় বাসিন্দা ও পুলিশ বলতে পারেনি।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত একটি বাস সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁওয়ের সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। বাসটি সিলেটমুখী ছিল। বাসটি দিনের বেলা শিক্ষার্থী পরিবহন করে এবং রাতের বেলায় কুমারগাঁও সড়কের পাশের সড়কে দাঁড় করিয়ে রাখতেন চালক।
শনিবার রাত আটটার দিকে কয়েকজন যুবক দরজা, জানাল বন্ধ করে রাখা বাসটিতে পেট্রল–জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশে থাকা মানুষ এগিয়ে গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের কয়েকটি আসন আগুনে পুড়ে যায়।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।