পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমিনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের এ সিদ্ধান্তের প্রতিবাদে রাতেই মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
রুহুল আমিনকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে মঠবাড়িয়া উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত আটটার দিকে মিছিলটি শহরের তুষখালী সড়ক থেকে শুরু হয়, যা পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেন, রুহুল আমিনকে বহিষ্কারের প্রতিবাদে উপজেলা সদরের পাশাপাশি সাপলেজা, ধানীসাফা ও আমড়াগাছিয়া ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেন। আগামীকাল এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে রুহুল আমিন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি অনলাইন সংবাদমাধ্যম মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এর প্রতিবাদ দিতে ওই পত্রিকা অফিসে গেলে তারা হুমকির অভিযোগ করে ভিডিও সংবাদ প্রচার করে। একটি মহলের প্ররোচনায় তারা এ সংবাদ প্রচার করেছে।’