গোলাম দস্তগীর গাজী
গোলাম দস্তগীর গাজী

রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যাকাণ্ড

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী তিন দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত শুনানি শেষে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান প্রথম আলোকে জানান, গোলাম দস্তগীর গাজীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাঁর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। রিমান্ড শুনানি শেষে তাঁকে আবার নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুলছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে রূপগঞ্জ চনপাড়া এলাকায় শেখ হাসিনার পতনের পর আনন্দ মিছিলকারী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি ও আক্রমণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ–সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় স্কুলছাত্র রোমানের বুকে ও গলায় গুলি করেন আসামিরা। গুলিবিদ্ধ রোমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ আগস্ট নিহতের খালা রিনা আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও তাঁর ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জন দুষ্কৃতকারীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যান। এরপরই আত্মগোপনে চলে যান মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আত্মগোপনে থাকা অবস্থায় গত ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রূপগঞ্জ থানায় করা স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।