সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত রিকশাচালকের নাম শরিফ হোসেন (২৭)। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সেরাবত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের একটি বাস আজ বেলা ১১টার দিকে পৌর শহরের কাটাওয়াপদা এলাকায় পৌঁছালে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হন। এ সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটি থামিয়ে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় লোকজন তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, রিকশাচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।