অর্থ আত্মসাৎ
অর্থ আত্মসাৎ

চেক দিয়ে টাকা তুলে নিয়ে শ্রীপুর সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়ক উধাও

গাজীপুরের শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ব্যাংক হিসাবের দুটি স্বাক্ষর করা চেকের পাতা নিয়ে অফিস সহায়ক গাঢাকা দিয়েছেন। তিনি ওই চেক ব্যবহার করে ৮ লাখ ৭৬ হাজার টাকা ব্যাংক হিসাব থেকে তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত অফিস সহায়ক আল মামুন দীর্ঘদিন ধরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত। কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তিনি রাতে কার্যালয়ের ভেতরেই থাকেন। আলমারির চাবিও তাঁর কাছেই থাকে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ ও ১৭ অক্টোবর দুটি চেকের মাধ্যমে সোনালী ব্যাংক শ্রীপুর শাখা থেকে টাকাগুলো তুলে নেওয়া হয়। অফিস সহায়ক আল মামুন টাকাগুলো তুলে পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। টাকাগুলো এতিম ও প্রতিবন্ধীদের ভাতার জন্য ব্যাংকে জমা ছিল।

এ বিষয়ে জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারহা আক্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। অনেক ঝামেলার মধ্যে আছি।’ জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করবেন।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সমাজসেবা কর্মকর্তা তাঁর কাছে এসেছিলেন। তিনি জানিয়েছেন, তাঁর এক কর্মচারী অনুমতি ছাড়া চেক দিয়ে কিছু টাকা তুলে নিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত সহায়তা চেয়েছেন। তাঁকে জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে ওই দপ্তরের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়া তাঁরা এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা নেবেন বলে জানতে পেরেছেন।