কালিয়াকৈরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ
কালিয়াকৈরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ

কালিয়াকৈরে রেলওয়ের জমি থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রোববার সকাল থেকে কালিয়াকৈর হাইটেক পার্ক রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া। এ সময় প্রায় দুই একর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট এবং অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
জুয়েল মিয়া বলেন, হাইটেক পার্ক রেলস্টেশনের থেকে মৌচাক স্টেশন এলাকা পর্যন্ত রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে দীর্ঘদিন ধরে জনভোগান্তি হচ্ছিল। এ ছাড়া অবৈধ স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, আর যাচ্ছে দেখতে পারছিলেন না যাত্রী ও পথচারীরা। এতে দুর্ঘটনার স্বীকারও হচ্ছিলেন পথচারীরা। উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনো রকম ইজারাও দেওয়া হয়নি। বিশেষ করে ৫ আগস্টের পর রেলওয়ের জায়গা দখল করে আরও বেশি স্থাপনা তৈরি হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। স্থানীয় একটি দালাল চক্র টাকার বিনিময়ে সেখানে দোকান বসিয়ে দেওয়ার ব্যবস্থা করে। অনেকে মার্কেট নির্মাণ করে অন্যের কাছে ভাড়াও দিয়েছে। এখন থেকে এসব অবৈধ কার্যক্রম আর করতে দেওয়া হবে না।

রেলওয়ের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন সাব অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী রুবিনা আক্তার, জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সেতেফুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।