বগুড়ায় জিপিএ-৫ সংবর্ধনা

‘মেধাবী দেশ গড়তে হলে বেশি করে বই পড়তে হবে’

শিখো-প্রথম আলো আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে ক্রেস্ট ও স্ন্যাকস সংগ্রহ করছে শিক্ষার্থীরা। শুক্রবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে
ছবি: সোয়েল রানা

রাতভর কালো মেঘে ঢাকা ছিল আকাশ। থেমে থেমে ঝরেছে ঝিরিঝিরি বৃষ্টি। ভোরেও গুমোট কালো মেঘ কাটেনি। বৃষ্টির শঙ্কা আর বৈরী আবহাওয়ার মধ্যেই আজ শুক্রবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠ কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে।

এখানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল আটটা বাজার আগেই শিক্ষার্থীদের হইহুল্লোড়ে স্কুল প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সহপাঠীরা একে অপরকে দেখে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। কেউ ফটোফ্রেমে দাঁড়িয়ে সেলফি তোলে, কেউ স্কুলের বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠে। বিদ্যালয়ের পাট চোকানোর কয়েক মাস পর সহপাঠী ও বন্ধুদের দেখা পেয়ে তারা ভীষণ উচ্ছ্বসিত। সঙ্গে অনেকের অভিভাবকও আসেন। অভিভাবকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। উৎসবে বগুড়ার বিভিন্ন উপজেলার জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল নয়টায় নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট ও উপহার সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলান অতিথি ও শিক্ষার্থীরা।

প্রথম আলো বগুড়া বন্ধুসভার সাবেক সভাপতি সামির হোসেন মিশু অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে শিখোর পক্ষ থেকে হিরণ্ময় বাউলিয়া, আবু নাঈম ও আবদুল্লাহ আল মেহেদী ১৫ মিনিট শিক্ষার্থীদের উদ্দেশে উদ্দীপনামূলক বক্তব্য দেন। অতিথিদের মধ্যে কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান; জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে বগুড়া জিলা স্কুলের শামসাদ মালিক শাম্য, বিয়াম মডেল স্কুলের নাফি বিন হাসান, শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চবিদ্যালয়ের নাজিয়া আক্তার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ।

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান জাতীয় সংগীত গাইছেন অতিথি ও কৃতি শিক্ষার্থীরা। শুক্রবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে

কবি বজলুল করিম তাঁর বক্তব্যে বলেন, ‘তোমরা শুধু মেধাবী মুখ নও, আগামীর বাংলাদেশ। সফল হতে হলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। ভালো মানুষ হতে হবে। মানবিক মানুষ হতে হবে।’ বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার এই সাফল্য এইচএসসিতেও ধরে রাখতে হবে। বেশি করে পড়াশোনা করতে হবে, সাফল্য অর্জনের জন্য বেশি করে সাধনা করতে হবে।’

মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলার অঙ্গীকার করান প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। তিনি বলেন, ‘শুধু পরীক্ষার ভালো ফল করলেই হবে না, তোমাদের ভালো মানুষ হতে হবে। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে হবে। অন্যরা যাতে ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা পায়, সেই ভূমিকা রাখতে হবে। তোমাদের মতো মেধাবীরাই দেশকে এগিয়ে নিতে পারবে, আমরা মেধাবী দেশ ও সমাজ চাই। মেধাবী দেশ গড়তে হলে তোমাদের বেশি করে বই পড়তে হবে। প্রথম আলো সম্ভাবনাময় দেশ ও প্রজন্ম গড়তে সুসাংবাদিকতার পাশাপাশি তরুণ ও কিশোরদের নিয়ে সৃজনশীল কার্যক্রম অব্যাহত রেখেছে।’

২০ কিলোমিটার দূরের শিবগঞ্জ উপজেলা থেকে উৎসবে অংশ নেয় কৃতী শিক্ষার্থী তওফা আকতার। সে এবার উপজেলার বিহার মোহাম্মদ আলী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তওফা বলে, ‘নিবন্ধন করার পর এই দিনটার জন্য প্রতীক্ষা করছিলাম। খুব ভোরে ঘুম থেকে উঠে সকাল সকাল অনুষ্ঠানস্থলে চলে এসেছি। এখানে এসে উচ্ছ্বসিত। অনেক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, ক্রেস্ট ও নাশতা পেয়েছি। আমাদের জন্য গানের আয়োজন করা হয়েছে। এভাবে সম্মান দেওয়ায় আমি আবেগাপ্লুত, রোমাঞ্চিত।’

শিবগঞ্জ উপজেলার কিচক থেকে আসা মিনহাজুল আবেদীন বলে, ‘সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। ঝুম বৃষ্টির শঙ্কার মধ্যেও বাড়ি থেকে বের হই। এখানে এসে খুব ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। একসঙ্গে এত মেধাবীদের এ যেন মিলনমেলা।’

সংবর্ধনা অনুষ্ঠানে গানের তালে তালে কৃতী শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস। শুক্রবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে

৩৫ কিলোমিটার দূরের পথ পেরিয়ে এসেছিল সোনাতলা উপজেলার জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী জান্নাত আরা। সে বলে, ‘অনেক দূর থেকে এসেছি। রাস্তায় সময়মতো গাড়ি না পাওয়ার বিড়ম্বনা ছিল, ছিল বৃষ্টিতে ভেজার শঙ্কা। তবে উৎসবে এসে পথের ক্লান্তি ভুলে গেছি, এখানে এসে হাজারো মেধাবী মুখের সঙ্গে নিজেকে দেখে অনেক আনন্দ লাগছে।’

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, একটি আকর্ষণীয় চাবির রিং, প্রথম আলো ই-পেপার তিন মাস ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট সংস্করণের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড় এবং কোনো চার্জ ছাড়া ডেলিভারি।

বগুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি জেলার ১০ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও এ বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ বজলুল করিম বাহার, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, বগুড়া জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক ড্যানিয়েল তাহের, বগুড়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল মালেক ও মোহাম্মদ সাইফোদ্দৌলা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহফুজা বেগম ও জ্যেষ্ঠ শিক্ষক মো. নজরুল ইসলাম, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ময়না রানী সাহা এবং পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আঞ্জুমান আরা খাতুন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ব্যান্ড দল বি-বয়েজ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির রিয়্যালিটি শো ‘ইয়াং স্টার’ তারকা স্বর্গ্য তৌহিদ।