দ্বিতীয় দফা আবেদনেও সিলেটে সমাবেশ করার অনুমতি পেল না জামায়াত

সিলেট জেলার মানচিত্র
সিলেট জেলার মানচিত্র

সিলেটে গত শনিবার (১৫ জুলাই) বিভাগীয় সমাবেশ করার জন্য উদ্যোগ নিয়েছিল জামায়াতে ইসলামী মহানগর শাখা। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় সেই সমাবেশ পিছিয়ে আগামীকাল শুক্রবার (২১ জুলাই) নিয়ে যাওয়া হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে ওই সমাবেশ করার অনুমতি চেয়ে দ্বিতীয়বারের মতো পুলিশের কাছে আবেদন করা হলেও দলটি সে অনুমতি পায়নি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যোগাযোগ করলে সিলেট মহানগরের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে খবর রয়েছে, সমাবেশ ঘিরে ঝামেলা হওয়ার আশঙ্কা আছে। সে কারণে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।’

এদিকে জামায়াত নেতাদের সূত্রে জানা গেছে, জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চায়। প্রথম দফা সমাবেশ করার অনুমতি চেয়েও তারা পুলিশের কাছ থেকে তা পায়নি। এরপর দ্বিতীয় দফায়ও অনুমতি চেয়ে পায়নি। এ অবস্থায় আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের বন্দরবাজার এলাকার কুদরউল্লাহ মার্কেটে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা পরবর্তী সিদ্ধান্তের বিষয়টি জানাবেন।

আমাদের কাছে খবর রয়েছে, সমাবেশ ঘিরে ঝামেলা হওয়ার আশঙ্কা আছে। সে কারণে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।
মো. ইলিয়াছ শরীফ, কমিশনার, সিলেট মহানগর পুলিশ

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়াসহ ১০ দফা দাবিতে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল। প্রথম দফায় সমাবেশ পিছিয়ে আনলেও দ্বিতীয় দফায়ও আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি মহানগর পুলিশ। এ ঘটনায় আমরা বিস্মিত ও হতবাক।’

এদিকে আগামী শনিবার (২২ জুলাই) সিলেটে বিভাগীয় সমাবেশ করার উদ্যোগ নিয়েছে খেলাফত মজলিস। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ আট দফা দাবিতে তারা এ সমাবেশ করবে। এ জন্য তারা পুলিশের অনুমতি চেয়ে লিখিত আবেদনও করেছে। একই সঙ্গে সমাবেশ সফল করতে দলটি প্রস্তুতি বৈঠকসহ গণসংযোগও করছে।

খেলাফত মজলিস সমাবেশ করার অনুমতি পাবে কি না—এ প্রশ্ন করলে পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, তাদের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি পরে জানানো হবে।