ঢাকা-সিরাজগঞ্জ পথে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ১৫ নভেম্বর আবার চলাচল শুরু করতে যাচ্ছে। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগের নিয়মেই সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করবে। এই সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত ও সরঞ্জামগুলো আংশিক মেরামত করা হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুরে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকেই স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চলাচল বন্ধ রয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালু করার দাবিতে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্বারকলিপি প্রদানসহ, সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, মেরামত শেষ করে ২০ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনটি চালু করা হবে। পরবর্তীকালে বাজেট পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশন দুটি পূর্ণাঙ্গরূপে মেরামত করা হবে।