আগুন
আগুন

চট্টগ্রামে গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন

চট্টগ্রাম নগরের দেওয়ান হাট এলাকায় একটি গাড়ির যন্ত্রাংশের গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে গুদাম থাকা ভবনটিতে কয়েকজন আটকা পড়লে তাঁদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল মঙ্গলবার দিবাগত সাড়ে ১২টার দিকে দিকে দেওয়ান হাট মোড় এলাকায় ডিটি রোডের আরমান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিভে যায়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, গুদামটিতে গাড়ির এসির ফিল্টার রাখা ছিল। আগুন লাগায় চারতলা ভবনে ভবনের মালিকসহ কয়েকজন আটকে পড়েন। তবে পরে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা নেই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।