মেহেরপুরের মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুজিবনগরকে যাতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে অল্প দিনের মধ্যেই একটি প্রস্তাব একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) তোলা হবে। আগামী বছর ১৭ এপ্রিলের আগেই এ বিষয়ে কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। আজ বুধবার মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এ উপলক্ষে আজ সকালে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতারা।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি রয়েছে। স্থানীয়ভাবে যাচাই–বাছাই শেষে মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিলে পাঠানো হয়। তারপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়। যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, সেটা কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে তা বাতিল করা হবে। প্রমাণ হওয়ায় আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। ভুয়া তথ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই।