ফটিকছড়িতে বাসের ধাক্কায় প্রাণ হারাল দুই মোটরসাইকেল আরোহী

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। তারা এক অপরের খালাতো ভাই। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এবিসি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো আবদুল্লাহ (১৭) ও মুহাম্মদ মোস্তাকিন (১৩)। তারা ঈদ উপলক্ষে এক স্বজনের বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ ঘটনায় তাদের আরেক খালাতো ভাই মুহাম্মদ রাহাত (১৬) আহত হয়েছে। তাকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আবদুল্লাহ নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমাম নগরের তৌহিদুল আলমের ছেলে। সে স্থানীয় বাবুনগর কওমি মাদ্রাসায় পড়ত। আর মোস্তাকিনের বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুম্ভারপাড়া এলাকায়। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে সম্প্রতি হিফজুল কোরআন শেষ করেছে বলে জানিয়েছে পরিবার।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে তারা তিন খালাতো ভাই এক স্বজনের বাড়িতে বেড়াতে যাবে বলে মোটরসাইকেল নিয়ে বের হয়। তারা নাজিরহাটের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুম্ভারপাড়ার এবিসি রাস্তার মাথায় মহাসড়কে উঠলে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুর রহমান নিহত হয়। গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চট্টগ্রাম পৌঁছানোর আগেই পথে মোস্তাকিনের মৃত্যু হয়।

শুক্রবার রাত সাড়ে আটটায় নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, বাসটিকে জনতা আটক করলেও চালক পলাতক। বর্তমানে বাস ও মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে। নিহত দুই ছাত্রের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।