গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের ভেতর সাফারি কিংডমে লোহার জাল কেটে দুটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনায় আজ রোববার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া একটি পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটি মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করেছিলেন গ্রেপ্তার ব্যক্তি। পাখিটির দাম এক থেকে চার লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরিফ (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুরের রাথুরা ইন্দ্রপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সাফারি পার্ক সূত্র জানায়, ২২ নভেম্বর রাতে হওয়া চুরির ঘটনাটি পরদিন ২৩ নভেম্বর সকালে কর্তৃপক্ষ বুঝতে পারে। এ ঘটনায় গতকাল শনিবার শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পার্কের বন্য প্রাণী পরিদর্শক রাজু আহমেদ অভিযোগটি দায়ের করেছেন।
পার্ক কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় পাখি উদ্ধারে তৎপরতা শুরু করে। তারা জানতে পারে, চুরি হওয়া পাখিগুলো গাজীপুরের টঙ্গী এলাকার একটি পাখির হাটের পাশে আছে। এরপর ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পাখিসহ এক ব্যক্তিকে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, এটিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার উদ্দেশ্যে তিনি কিনে রেখেছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে রোববার আসামিকে গ্রেপ্তার করা হয়।
শারমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশের সহযোগিতায় চুরি হওয়া দুটি পাখির মধ্যে একটিকে উদ্ধার করতে পেরেছি। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর কাছ থেকে পাওয়া আরও তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অপর পাখিটিও উদ্ধারের চেষ্টা চালানো হবে।’