গ্রেপ্তার
গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিএমপির কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার এ শমসের (৩০) পল্লবীর ওয়াপদা বিল্ডিং এলাকার নওসা কসাইয়ের ছেলে। তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।

র‍্যাব সূত্রে জানা যায়, পল্লবী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মো. আনিস (২২) হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন এ শমসের। সরকার পতনের পর গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দীরা ভবন থেকে বের হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। তাঁরা কারাগারের ভেতরে কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। এ সময় এ শমসেরসহ অন্য বন্দীরা বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করেন। ওই মই বেয়ে সীমানাপ্রাচীর টপকে ২০৩ জন কারাবন্দী পালিয়ে যান। এ ঘটনার পর কারাগারের জেলার লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সুপার আবদুল্লাহ আলম মামুন প্রথম আলোকে বলেন, এ শমসেরকে গ্রেপ্তারের খবর তাঁরা জানেন না। কারাগার থেকে পালানো ২০৩ জনের মধ্যে এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।