দেনমোহর নিয়ে কথা–কাটাকাটির জেরে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

মৌলভীবাজার জেলার মানচিত্র
মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিয়ের দেনমোহর নিয়ে কথা-কাটাকাটির জেরে এক ব্যক্তিকে তাঁর ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মামুন মিয়া (৬১)। তিনি কলাজুরা গ্রামের বাসিন্দা। ঘটনার পর তাঁর ছেলে নোমান হোসেন (৩০) পালিয়ে গেছেন। তাঁকে আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মামুন মিয়ার ছেলে নোমান হোসেনের সঙ্গে একই উপজেলার এক মেয়ের বিয়ের কথা চলছে। মেয়েপক্ষ যে দেনমোহর দাবি করেছে, ছেলের বাবা মামুন মিয়া তাতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে গতকাল রাতে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। আত্মীয়স্বজন মুমূর্ষু অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ছেলে বিয়ে করতে চাইছিলেন। কন্যাপক্ষ যে পরিমাণ দেনমোহর চাইছিল, বাবা তাতে রাজি হননি। এ নিয়ে কথা-কাটাকাটিতে ছেলের কুড়ালের এক আঘাতেই বাবা মারা গেছেন। ওসি জানিয়েছেন, এই ঘটনায় কেউ অভিযোগ দেননি। হামলাকারী ছেলেকে ধরতে পুলিশের অভিযান চলছে।