ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘জুলাই-৩৬ হল’ করা হয়েছে। শেখ রাসেল হলের নাম ‘শহীদ আনাছ হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শাহ আজিজুর রহমান হল’, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নাম ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’ করা হয়েছে।
শাহ আজিজুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভায় নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। সভার ৬ নম্বর প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এ সিদ্ধান্তের অনুলিপি ডিনসহ সব দপ্তরে পাঠানো হয়েছে।