দুর্ঘটনার একপর্যায়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আজ দুপুরে
দুর্ঘটনার একপর্যায়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আজ দুপুরে

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মধ্যে চাপা পড়ে ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে অন্তত ২১ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মুকসুদপুর উপজেলার দিগনগর বরইতলার বিশ্বম্বরদি গ্রামের বশার শেখ (৪০) ও তাঁর ভাই খায়ের শেখ (৩৫)। আহত ব্যক্তিদের ফরিদপুর ও মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।

ওসি আশরাফুল আলম আরও জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের লাম-মীম রেস্টুরেন্টের কাছে পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এ সময় বাস ও ট্রাকের মধ্যে চাপা পড়ে যাত্রীবাহী অটোরিকশাটি। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি। তবে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে মহাসড়কটি যান চলাচল স্বাভাবিক হয়েছে।