ময়মনসিংহের ভালুকা উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ওই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আতিকুর রহমান (৩২)। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার পাইথল গ্রামের হাবিব মিয়ার ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মনিরুল ইসলাম (২২) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে উপজেলার মাস্টারবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আতিক ও মনিরুল ভালুকা পৌর সদরের দিকে যাচ্ছিলেন। মল্লিকবাড়ি মোড় এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আতিকুর রহমান নিহত হন। পরে স্থানীয় লোকজন মনিরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মনিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, নিহত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা এলেই লাশ হস্তান্তর করা হবে।