পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর নদী থেকে আজিম উদ্দিন (৩০) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর এলাকায় গোবরা নদীতে লাশটি পাওয়া যায়।
নিহত আজিম উদ্দিন তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। আজিম পেশায় একজন চা-শ্রমিক। এ ঘটনায় গতকাল রাতেই শাহজাহান আলী বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ, স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, আজিম উদ্দিন গত শনিবার (১৯ নভেম্বর) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। গতকাল দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর এলাকায় গোবরা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয় লোকজন। পরে লাশটি উদ্ধারের সময় নিখোঁজ আজিম উদ্দিনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে এটি শনাক্ত করেন। সন্ধ্যায় প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আজিম উদ্দিনের এক স্বজন জানান, আজিমের এক বছর বয়সী একটি ছেলে আছে। চা-শ্রমিক হিসেবে কাজ করার পাশাপাশি অনলাইন জুয়ায় (স্মার্টফোনে) আসক্ত ছিলেন তিনি। এসব নিয়ে তাঁর কিছু লোকজনের কাছে ধারদেনা ছিল। পাঁচ দিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, নিহত যুবক গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবার জানিয়েছে। লাশটি বেশ কয়েক দিন পানিতে থাকায় ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। লাশটি উদ্ধারের সময় হাত-পা দড়ি দিয়ে বাঁধা পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের বাবা একটি হত্যা মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।