পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, ৭০ হাজার টাকা লুটের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা লুটের ঘটনা জানাজানির পর লোকজন ভিড় করেন
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ঢুকে মাদকদ্রব্য তল্লাশির নামে ৭০ হাজার লুটের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের গুড়নী গ্রামের সুবত মালির বাড়িতে এ ঘটনা ঘটেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিকেল ৫টার দিকে ঘটনাটি শুনেছেন জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমি বিকেলে ঘটনা জেনেছি। ঘটনার সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ এখনো অভিযোগ করেনি।’

আওলাই ইউপি সদস্য মো. হাম্মদ আলী বলেন, ‘সুবত মালির বাড়িতে পুলিশ পরিচয়ে কিছু ব্যক্তি ঢুকে আসবাবপত্র তছনছ করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কথা জেনেছি। ইদানীং বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে চুরি–ছিনতাই হচ্ছে। একজন জনপ্রতিনিধি হয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সুবত মালি একজন কৃষক। আজ সকাল থেকে সুবত মালি মাঠে এবং তাঁর স্ত্রী কাজলী বাড়ির বাইরে কাজ করছিলেন। সুবতের বাড়িতে তাঁর দাদি একা ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি সুবত মালির বাড়ির সামনে আসেন। তাঁদের কাছে হাতকড়া ও কোমরে ওয়াকিটকি ছিল। তাঁরা পুলিশ পরিচয় দিয়ে সুবতের দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকেন। খবর পেয়ে সুবতের স্ত্রী বাড়িতে চলে আসেন। তাঁরা সুবতের স্ত্রীর কাছে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে মাদক আছে খবর পাওয়ার কথা জানান। এরপর ঘরের আসবাব তছনছ করে ঘরে থাকা টাকা নিয়ে দ্রুত সটকে পড়েন।

রাধা রানী ও নূপুর নামের দুজন প্রত্যক্ষদর্শী বলেন, তাঁরা সুবতের প্রতিবেশী। দুপুর সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি সাদাপোশাকে এসে সুবতের বাড়ির সামনে এসে দাঁড়ান। তাঁদের একজনের হাতে হ্যান্ডকাপ, অন্যজনের হাতে ওয়াকিটকি ছিল। ওই তিন ব্যক্তি সুবতের বাড়ি কোনটি তা জিজ্ঞেস করেন। তাঁরা ওই লোকদের সুবতের বাড়ি দেখিয়ে দেন। তাঁদের মধ্যে দুজন ব্যক্তি সুবতের বাড়ির ভেতরে যান। এরপর তাঁরা ঘরের আসবাবপত্র তছনছ করে টাকা নিয়ে গেছেন বলে জানতে পেরেছেন।

সুবতের স্ত্রী কাজলী বলেন, ‘আমাদের ঘরে বন্ধকি জমি ফেরতের ৬০ হাজার ও জমানো ১০ হাজার টাকা ছিল। পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে মাদক তল্লাশির নাম করে আমাদের সব টাকা নিয়ে চলে গেছে।’

সুবত মালি বলেন, ‘আমি মাঠে কাজ করছিলাম। তখন পুলিশের পরিচয় দিয়ে আমাদের বাড়িতে এসে ঘরের তালা ভেঙে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। আমরা গরিব মানুষ। এখন এই ক্ষতি কীভাবে সামলাব?’