বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটের পাটগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পিকেটিং। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় পাটগ্রাম পৌরবাজার এলাকায়
বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটের পাটগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পিকেটিং। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় পাটগ্রাম পৌরবাজার এলাকায়

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে হরতাল চলছে

লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ রহস্য উদ্‌ঘাটন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পাটগ্রাম উপজেলা সম্মিলিত নাগরিক সমাজের ডাকা হরতালের কারণে আজ সোমবার সকাল থেকে উপজেলায় যানবাহন চলছে না। কোনো দোকানপাটও খোলেনি।

এদিকে গতকাল রোববার রাতে হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি মো. নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার তাঁকে লালমনিরহাট আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

পাটগ্রাম পৌর শহরে হরতালের সমর্থনে আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিল বের করা হয়

আজ সকাল সাড়ে সাতটার দিকে সরেজমিন দেখা গেছে, পাটগ্রাম পৌরবাজারের চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন হরতাল-সমর্থকেরা। পৌরবাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। এমনকি খাবার হোটেলও বন্ধ। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাইপাস মোড়েও (কোটতলী) টায়ার জ্বালিয়ে হরতাল সমর্থনে পিকেটিং করতে দেখা যায়। মহাসড়ক দিয়ে লালমনিরহাটগামী কোনো যানবাহনও চলাচল করতে দেখা যায়নি।

সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম পৌর বাজার ঘুরে দেখা গেছে, উপজেলার ব্যাংক, স্কুল-কলেজ থেকে শুরু করে পৌরবাজারের দোকানপাট সব বন্ধ রয়েছে। এমনকি পৌর দুই বাজারের সবজি, মাছ, মাংসেরও দোকানগুলো বন্ধ রয়েছে। পৌর শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল চলছে।

কয়েকজন ব্যবসায়ী বলেন, এ ধরনের একটি নজিরবিহীন হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা বসে থাকতে পারেন না। তাই হরতালের সমর্থনে সবাই নিজের মত করে দোকান বন্ধ রেখেছেন।

এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরে সম্মিলিত নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল শেষে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। এ সময় পৌরবাজারের ব্যবসায়ীদের দুটি সংগঠন হরতালের সঙ্গে একাত্মতার ঘোষণা দেয়। বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে টানা ১০ দিন ধরে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী

সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক পৌর মেয়র সমশের আলী বলেন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে হরতাল চলবে।

পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ার বাসিন্দা এম ওয়াজেদ আলী পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডর। তিনি উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

২০ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ পূর্বপাড়ার পোস্ট অফিসপাড়া বাসার ফটকের সামনে এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছেলে রিফাত হাসান বাদী হয়ে মো. নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুকে (২৫) প্রধান আসামি করে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা করেন।