খাগড়াছড়ি জেলার মানচিত্র
খাগড়াছড়ি জেলার মানচিত্র

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক

পাহাড়ধসে বন্ধ হয়ে পড়া যান চলাচল ৪ ঘণ্টা পর স্বাভাবিক

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মাটিরাঙ্গার আলুটিলার সাপমারা এলাকায় পাহাড়ধসে যান চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের একটি দল ধসে পড়া মাটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এলাকাটিতে পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসে পড়া মাটি সড়কের ওপর জমে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঢাকা ছেড়ে আসা নৈশকোচের যাত্রীরা ওই এলাকায় আটকে পড়েন। পাহাড়ধসের কারণে দেখা দেয় যানজট। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে নেন। এরপর সকাল নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, সড়কের ওপর ধসে পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে আলুটিলা এলাকায় সড়কের আরও কিছু স্থানে পাহাড়ধসের শঙ্কা রয়েছে।