সিলেটে চোরাই পথে আনা সাত বস্তা চিনি ছিনতাইয়ের সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া চিনি চোরাকারবারের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করা হয়েছে।
সিলেট–কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দরসংলগ্ন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা দিয়ে আনা চোরাই চিনি সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট শহরের দিকে নেওয়া হচ্ছিল। রাত সোয়া ১০টার দিকে একদল দুর্বৃত্ত সিলেট–কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দরসংলগ্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে চিনি ছিনতাই করার চেষ্টা করে। এ সময় বিমানবন্দর থানার টহল পুলিশ সাতজনকে আটক করে।
সিলেট নগরের খাসদবির এলাকার ইসতিয়াক আহমদ (৩০); নগরের চৌকিদেখি এলাকার ফাহাদ আহমদ (৩৮), খোরশেদ আহমদ (৩৭); সুনামগঞ্জের ছাতকের নরা ইসলামপুর গ্রামের জুয়েল আহমদ ও সিলেটের রায়নগর এলাকার মো. লিটনকে (২৯) চিনি ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়। এ ছাড়া চিনি চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকার রাজাপুর গ্রামের লায়েক (১৯) ও রাসেলকে (১৮) আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, চিনি ছিনতাই ও চিনি চোরাকারবারের ঘটনায় ওই সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।