সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন আয়োজকেরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন আয়োজকেরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়

সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে জিরুনা ত্রিপুরাকে নিয়োগের প্রতিবাদ এবং তাঁর অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবে ‘পার্বত্য খাগড়াছড়ি সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা। তিনি বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর। তিনি জাতীয় সংসদে সংরক্ষিত সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। তাঁর স্বামী ইলিয়ন ত্রিপুরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। তাঁকে নিয়োগের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। তাঁর নিয়োগসহ পুরো পরিষদ বাতিল না করলে জেলা পরিষদ ঘেরাও, হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিদুষী চাকমা, মো. ইব্রাহিম খলিল, সুমিত্রা চাকমা, সূর্য কিরণ ত্রিপুরা ও সুমঙ্গল চাকমা। সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য জিরুনা ত্রিপুরার মুঠোফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।