বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা গণহত্যা করে গণশত্রুতে পরিণত হয়েছেন। যে কারণে নিজের ছবি দিয়ে মিছিল করাতে ভয় পাচ্ছেন। নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজের ছবির পরিবর্তে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে মিছিল করে, নিজেদের কর্মী দিয়ে সেই মিছিলে হামলা চালিয়ে, নিজেদের লোক দিয়ে হামলার ছবি তুলে তা ট্রাম্পের কাছে পাঠানোর কথা বলেন। শেখ হাসিনা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিলের আগে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সৈয়দ এমরান সালেহ।
সৈয়দ এমরান সালেহ আরও বলেন, জনগণের বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। এখন সব কূল হারিয়ে একবার মোদী, আরেকবার ট্রাম্পকে ব্যবহার করে হাসিনা নিত্যনতুন ষড়যন্ত্রের মাধ্যমে আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে চাচ্ছেন, যেটা কখনোই সম্ভব নয়।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকারের সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।
ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা রংবেরঙের পতাকা, ব্যানার, ফেস্টুন ও ঢাকঢোল বাজিয়ে গণমিছিলে যোগ দেন। নগরের কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘৭ নভেম্বর সিপাহি–জনতার বিপ্লব সাধিত হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই দিনে আমরা শপথ নিচ্ছি, আর কোনো তাঁবেদারের স্থান বাংলাদেশে হবে না।’
এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে ৭ নভেম্বরকে কেউ মুছে দিতে পারবে না। আওয়ামী লীগ ও তাদের প্রভু আধিপত্যবাদী শক্তি নানা রকম চেষ্টা করেছে ৭ নভেম্বরের চেতনা নস্যাৎ করতে, কিন্তু পারেনি। ফ্যাসিবাদের পতনের পর মুক্ত পরিবেশে এবার ৭ নভেম্বরে বিএনপির কর্মসূচিতে লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি জনগণের হৃদয় থেকে ৭ নভেম্বর মুছে দিতে পারেনি। তিনি সবাইকে আওয়ামী ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান। তিনি আগামীকাল রোববার নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র বিষয়ে সবাইকে সতর্ক ও রাজপথে থেকে আওয়ামী ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান।
এমরান সালেহ বলেন, গণহত্যাকারীদের ক্ষমা নেই। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।