নেত্রকোনায় ইয়াবা-হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা জেলার মানচিত্র
নেত্রকোনা জেলার মানচিত্র

ইয়াবা বড়ি, হেরোইনসহ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান ওরফে প্রবানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আবদুল ওয়াহাব (২৮) নামে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু রায়হান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন। তাঁর দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান। আর আবদুল ওয়াহাবের বাড়ি টেংগাপাড়া এলাকায়।

থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি ঘর থেকে ছাত্রলীগ নেতা আবু রায়হানকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা বড়ি ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়। একই সময় সঙ্গে থাকা তাঁর সহযোগী আবদুল ওয়াহাবকেও আটক করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, মাদক বিক্রির গোপন খবর পেয়ে ওই দুই যুবককে আটক করা হয়। তাঁদের মধ্যে আবু রায়হানের দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা বড়ি ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এসআই কানাল লাল চক্রবর্তী বাদী হয়ে আটক দুই যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।