পিরোজপুরে বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে হুলারহাট সড়কে
পিরোজপুরে বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে হুলারহাট সড়কে

পিরোজপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষে ওসিসহ আহত ২১

পিরোজপুরে জেলা বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ায় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৯ পুলিশ সদস্য ও বিএনপির ১২ নেতা-কর্মী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহরের হুলারহাট সড়কের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ দুপুরে পিরোজপুরে পদযাত্রার আয়োজন করে জেলা বিএনপি। দুপুর ১২টার দিকে শহরের জেলা স্টেডিয়ামের সামনের সড়ক থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি কিছু দূর যাওয়ার পর হুলারহাট সড়কের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা সামনের দিকে যেতে চাইলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, উপপরিদর্শক মনিরুল ইসলাম, মাকসুদুর রহমান, গোলাম সরোয়ারসহ পুলিশের নয়জন আহত হন। এ ছাড়া বিএনপির ১২ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পিরোজপুর শহরের জেলা স্টেডিয়ামের সামনের সড়কে জেলা বিএনপির পদযাত্রায় অংশ নেওয়ার জন্য জড়ো হন নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে

মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন বলেন, পদযাত্রায় অংশ নিতে গিয়ে মঠবাড়িয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ফারুককে আটক করেছে পুলিশ।

পিরোজপুর বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিপেটা করেছে। এতে ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।

পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশের নয়জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।