বরিশাল-৫ আসনের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে
বরিশাল-৫ আসনের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (মহানগর ও সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের অভিযোগ, গতকাল রাত পৌনে আটটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে ২০-২৫ জন তরুণ নৌকার স্লোগান দিয়ে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয় চত্বরে প্রবেশ করেন। এ সময় হামলাকারীরা তাঁর কার্যালয়ের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব ভাঙচুর করেন। এ সময় ট্রাক প্রতীকের কয়েকজন কর্মী হামলাকারীদের নিবৃত্ত করতে এগিয়ে গেলে তাঁদের মারধর করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান।

ঘটনার সময় স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন সেখানে ছিলেন না। ট্রাক প্রতীকের কর্মীরা দাবি করেন, হামলায় মমতাজ বেগমসহ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় আজ শনিবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন সালাহউদ্দিন রিপন। পুলিশের দুটি দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কখনো সহিংসতায় বিশ্বাস করি না। এটা বরিশালের মানুষ জানে। এ ঘটনার সঙ্গে আমাদের দলীয় কোনো নেতা-কর্মী কিংবা সমর্থক জড়িত নন। বরিশালের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করে আলোচনায় আসার জন্য স্বতন্ত্র প্রার্থী এমন অভিযোগ তুলছেন।’