পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী কৃষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ছোট দলুয়াগছ এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া কৃষকের নাম শফিকুল ইসলাম (৪৮)। তিনি তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের আজিজনগর এলাকার আবদুল মজিদের ছেলে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু হানিফ বলেন, গতকাল রাত নয়টার দিকে শফিকুল ইসলাম পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে সাইকেল চালিয়ে আজিজনগর থেকে কালান্দিগঞ্জ এলাকার দিকে যাচ্ছিলেন। বাংলাবান্ধা থেকে আসা পঞ্চগড়গামী একটি মাইক্রোবাস ছোট দলুয়াগছ এলাকায় তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শফিকুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে কালান্দিগঞ্জ বাজারে মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান চালক।

আজ সোমবার সকালে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলের কিছু দূর থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।