জালের ওপর পড়ছে জাল, চলছে হাসিঠাট্টা আর খুনসুটি

মাছ ধরার উৎসব। ঠাকুরগাঁও সদর উপজেলার সুক নদীর ওপরের বুড়ির বাঁধে এলাকায় আজ মঙ্গলবার
ছবি: প্রথম আলো

হেমন্তের প্রথম দিন। কুয়াশার খোলস সরিয়ে বেরিয়ে আসছে ভোরের সূর্য। আলো ছড়াতে শুরু করেছে পথ-ঘাট-খেত সবখানে। সেই আলোতে স্পষ্ট হয়ে ওঠে বাঁধের (জলকপাট) পানিতে শত শত মানুষের মুখরতা। তাঁরা সবাই বাঁধের ওপর দাঁড়িয়ে একের পর এক পানিতে জাল ফেলছেন।

কখনো কখনো একজনের জাল অন্যের জালের ওপর পড়ছে। এতে কিঞ্চিৎ বিড়ম্বনায় ফেললেও মাছশিকারিদের দমাতে পারেনি।

আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সুক নদের ওপরের বুড়ির বাঁধ এলাকার চিত্র এটি। খেতখামারে সেচের চাহিদা না থাকায় বছরের পয়লা কার্তিক খুলে দেওয়া হয় বাঁধের দরজা। ধীরে ধীরে পানি কমতে থাকে। আর এ সময়টায় শুরু হয় মাছ ধরার উৎসব। আশে পাশের গ্রামের মানুষ ফিকা জাল, খইয়া জাল নিয়ে মেতে ওঠেন উৎসবে। তাঁদের সঙ্গে যোগ দেন শহরের মানুষজনও। উৎসব চলে তিন থেকে চার দিন।

মাছ ধরার পাশাপাশি বাঁধের জলে জন্মানো শাপলা তুলে বাড়ি ফিরছে শিশুর দল

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ সুবিধার জন্য ১৯৫১-১৯৫২ অর্থ বছরে সদর উপজেলার সুক নদের ওপর বুড়ির বাঁধ নামে একটি জলকপাট নির্মাণ করা হয়। ১৯৭৭-১৯৭৮ অর্থবছরে বাঁধের আশেপাশে সেচ খাল নির্মাণ করা হয়।

নির্মাণের পর সেই জলকপাটে আটকে থাকা পানিতে মৎস্য অধিদপ্তর বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ে। আর পরে বাংলা কার্তিক মাসের শুরুর দিনে সেসব মাছ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই থেকে বাঁধের জলে মাছ ধরার উৎসবের এ রেওয়াজ চলে আসছে। আর সেই রেওয়াজে যোগ দেন হাজারো মানুষ।

ভোরে বুড়ির বাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, অসংখ্য মানুষের ভিড়। বাঁধের ওপর দাঁড়িয়ে আবার কেউ পানিতে দাঁড়িয়ে জাল ফেলে মাছ ধরছেন। ভিড়ের কারণে একজনের জাল অন্যজনের জালের ওপরে পড়ছে। আর তা নিয়ে চলছে হাসিঠাট্টা আর খুনসুটি। তা দেখে সদর উপজেলার আখানগর গ্রামের মহসিন আলী বললেন, ‘পড়িবে নাতে কী, এইঠে যতলা লোক মাছ মারছে, বাঁধের পানি ফাঁকা পাওয়া যাসেনি। জাল ফেলাবা গেলেই অন্যের জালের ওপরত পড়ছে।’

এমন বিড়ম্বনা এড়াতে অনেক মাছশিকারি আবার কলার ভেলায় ঘুরে ঘুরে বাঁধের পানিতে মাছ ধরছেন।

সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৯) বাঁধের হাঁটুপানিতে দাঁড়িয়ে জাল ফেলছিলেন। তাঁর জাল পানিতে লুকিয়ে থাকা গাছের একটি ডালে আটকে যায়। জাল ছাড়াতে গিয়ে পানিতে নেমে পড়েন তিনি। এমন সময় একটি জাল তাঁর ওপর এসে পড়ে। কোনোরকমে সেটা ছাড়িয়ে উঠে আসেন তিনি। পরে বললেন, ‘ভোর বেলায় এসেছি। কিছু ছোট পুঁটি মাছ পেয়েছি। তবে মানুষ বেশি থাকায় জাল ফেলতে সমস্যা হচ্ছে। সমস্যা হলেও আমরা সেটা উপভোগ করছি।’

আনোয়ারের কথা শেষ না হতেই আখানগর গ্রামের বাসিন্দা আবদুল মমিনের (৩৮) জালে উঠে আসে একটি বোয়াল মাছ। তা দেখে মানুষের কী উল্লাস। মমিন অতি সতর্কে মাছটি তার ভাতিজার হাতে থাকা ব্যাগে ভরে রাখলেন। মমিন জানালেন, বোয়াল মাছটির ওজন এক কেজির ওপরে হবে। তিনি বললেন, আজ ধরা পড়া মাছের মধ্যে এই বোয়ালটাই সবচেয়ে বড়। এমন মাছ পেলে আনন্দটা কয়েকগুন বেড়ে যায়।

পুরাতন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মো. ইউনুস (৭০) জানালেন, এই বাঁধের পানিতে বোয়াল, বাইম, গুতুম, শোল, ট্যাংরা, খলসে, পুঁটি, টাকি, মলা, চিংড়িসহ বিভিন্ন দেশি মাছ বেশি পাওয়া যায়। তবে অনেকের জালে আবার রুই, কাতলা, বিগহেডসহ নানা জাতের মাছও ধরা পড়ে।

বাঁধের ওপরে বসেছে খাবারের হোটেল, ফলের দোকান, খেলনার দোকান। এলাকার লোকজন বিভিন্ন এলাকা থেকে উৎসবে যোগ দেওয়া মানুষজনের মোটর সাইকেল-বাইসাইকেল নিরাপদে রাখার জন্য তৈরি করেছেন অস্থায়ী গ্যারেজ। খাবার দোকানি মরিয়ম বেগম বললেন, ‘প্রতিবছর এইঠে খাবারের দোকান নিয়ে বসি। লাভ হয়।’

অনেক মাছশিকারি আবার মাছ বিক্রি করতে বাঁধের ওপর পসরা সাজিয়ে বসেছেন। আর সেসব মাছ দরাদরি করে কিনে নিচ্ছেন দেখতে আসা অনেকেই। তবে পুঁটি আর পাঁচমিশালিসহ ছোট মাছের চাহিদা সেখানে বেশি। প্রতি কেজি পুঁটি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। আর বিক্রেতা পাঁচমিশালি মাছের দাম যাঁর কাছে যেমন পাচ্ছেন, নিচ্ছেন।
ঢাকা থেকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় বেড়াতে এসেছিলেন নুরুল হক (৫১)।

মাছ ধরার উৎসবের কথা শুনে তিনি সেখানে যান। তিনি বলেন, ‘মাছ ধরার এ উৎসব আমাকে অভিভূত করেছে। মানুষের জাল ফেলে আর উল্লাস দেখতে দেখতে কীভাবে যে আড়াই ঘণ্টা কেটে গেছে, বলতে পারছি না। ভাবছি ফেরার সময় কিছু ছোট মাছ কিনে নিয়ে যাব।’

তবে উল্লাসের পাশাপাশি অনেকের মধ্যে হতাশাটাও দেখা গেছে। মাছ ধরতে এসে ফিরে যাচ্ছিলেন শিক্ষক আতাউর রহমান। তাঁর মতে, বাঁধে আগে যেভাবে মাছ পাওয়া যেত, এখন সেটা দিন দিন কমে আসছে। এভাবে চললে এই মাছ ধরার উৎসবে একদিন ভাটা পড়বে।