শীতের সকালে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। ঢাকঢোলের বাদ্যে মুখরিত চারপাশ। মালিক থেকে শ্রমিক সবাই এক কাতারে। সঙ্গে তাঁদের স্বজন। বর্ণাঢ্য শোভাযাত্রায় সাজে পুরো শহর। ঠিক সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা পৌঁছায় পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও স্কয়ার গ্রুপের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর খেলা, গল্প, আড্ডা, খাওয়াদাওয়ায় মিলনমেলায় পরিণত হয় পুরো স্টেডিয়াম।
বর্ণাঢ্য ও সম্প্রীতির এমন আয়োজনে শুক্রবার দেশের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাবনার বিভিন্ন প্ল্যান্টে কর্মরত স্কয়ার পরিবারের ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তাঁদের স্বজনেরা অংশ নেন।
জাতীয় পতাকা ও স্কয়ার গ্রুপের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের পরিচালক অঞ্জন চৌধুরী ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কয়ার পরিবারের প্রবীণতম সদস্য আব্দুস সামাদ। এ সময় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বরেণ্য শিল্প উদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বেলুন ওড়ানো, পায়রা অবমুক্তকরণ ও মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে দৌড়, লম্বা লাফ, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই, সাইক্লিং, মিউজিক পিলো, যেমন খুশি তেমন সাজোসহ ৩৪ ধরনের প্রতিযোগিতা হয়। এতে স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা মিলে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশ নেন। বিকেলে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আবদুর রহিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি আলী মুর্তজা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আত্মিক সম্পর্কের সেতুবন্ধ রচনা করতে ২০০১ সাল থেকে ফ্যামিলি স্পোর্টস ডে আয়োজন শুরু করেন। সেই থেকে প্রতি বছর দিবসটি উদ্যাপিত হয়ে আসছে।