ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের সদরপুর মডেল সরকারি বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মো. দেলোয়ার হোসেন (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই বিদ্যালয়ের দোতলা ভবনের ছাদের চিলেকোঠা ভাঙার কাজ চলাকালে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩ প্রকল্প) আওতায় বিদ্যালয়ের দোতলা ওই ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে চারতলা করার কাজ চলছে। নিহত দেলোয়ার হোসেন বরগুনার তালতলী উপজেলার গোল্ডামারা গ্রামের সানু হাওলাদারের ছেলে। তিনি বিবাহিত ও দুই ছেলের বাবা ছিলেন।
গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন সহকর্মী শ্রমিক মো. ফারুক হোসেন। ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, দোতলার ছাদের ওপর চিলেকোঠার পাশের একটি দেয়াল ভাঙার এক পর্যায়ে ওপর থেকে বিদ্যালয়ের নিচতলার পাকা মেঝেতে পড়ে গিয়ে গুরুতর আহত হন দেলোয়ার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম হাওলাদার সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন ও উপজেলা প্রকৌশলী আবদুল মমিন উপস্থিত হন। গুরুতর আহত অবস্থায় দেলোয়াকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সৌরভ চক্রবর্তী তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সদরপুর উপজেলা প্রকৌশলী আবদুল মমিন একে একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন। তবে শ্রমিক নিরাপত্তার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।